আমতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী! এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বরগুনা আমতলী উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে মাসুম নামে এক তরুণকে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করে সাড়া ফেলে দিয়েছেন দুই সন্তানের জননী। মাসুম (২৩) সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ৩নং ওয়ার্ড মোঃ ইব্রাহীমের ছেলে।
শনিবার বিকাল ৫টার দিকে তিনি ঐ তরুণের বাড়িতে অনশনে বসেন। স্থানীয় জনপ্রতিনিধিরা মীমাংসার আশ্বাস দিলে রাত দেড়টার দিকে তিনি বাড়িতে ফিরে যান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুবছর ধরে স্থানীয় আবু চৌকিদারের দোকান ঘর ভাড়া নিয়ে চায়ের দোকান দিতেন ঐ গৃহিণী। দোকানে প্রায়ই যাতায়াত ছিলো মাসুমের। নয় মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিলো বলে জানিয়েছেনও তারা। এঘটনায় দুই পরিবারকে নিয়ে স্থানীয়ভাবে সালিশি হলেও নারীর পক্ষ থেকে আশানুরূপ কোন মীমাংসা হয়নি।
শনিবার বিকালে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাচনাপাড়া গ্রামের দুই সন্তানের জননী বিয়ের দাবিতে একই গ্রামের মাসুমের বাড়িতে অবস্থান নেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়রা পুনরায় এ ঘটনায় শালিসির আশ্বাস দিয়ে ঐ নারীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় বিয়ের দাবি করা নারী ভিডিও বক্তব্যে বলেন, ঐ ছেলের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্কে জড়ান।
অভিযুক্ত প্রেমিক মাসুম বাড়িতে না থাকায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর