
খাগড়াছড়িতে ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন সহ ছিনতাইচক্রের এক হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মীর হোসেন (২৬)। সে জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউপির গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা আব্দুল মান্নান এর সন্তান।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি বাজারের বিকাশ ব্যবসায়ী জনৈক মেনন ধর বাড়িতে যাওয়ার সময় ৩নং পৌর ওয়ার্ডস্থ খাগড়াছড়ি গেইট এর সামনে ৩জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত সহ মারধর করে। এসময় তার ব্যাগে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন এবং বিকাশ এর ট্যাব ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মেনন ধর অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে থানায় একটি মামলা করেন।
মামলা রুজুর পরবর্তীতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল'র সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ি থানার চৌকস টিম রবিবার রাতে গঞ্জপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত আসামী মীর হোসেন (২৬) কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ছিনতাই হওয়া ৪টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ছিনতাইয়ের সাথে সংশ্লিষ্টতার করা স্বীকার করেছে এবং তার অপর দুই সহযোগীসহ উক্ত ঘটনার সংঘটিত করেছে বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা বলেন, 'ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অপর আসামীদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে অনুরূপ যে কোন অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট বলে জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর