রবিবার (৮ ডিসেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে নত্রকানা ট্র্যাজিডি দিবস পালিত হয়েছ। ২০০৫ সালর এই দিন সকাল জিএমবি নামধারী আত্মঘাতী জঙ্গীরা উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয় নারকীয় বোমা হামলা চালায়।
এতে উদীচীর শিল্পী ও সংগঠক খাজা হায়দার হাসন এবং সুদীপ্তা পাল শলীসহ আটজন প্রাণ হারান। আহত হন আরও অন্তত ৬০ জন। প্রতিবছরের মতো এবারও নেত্রকোনা ট্র্যাজিডি দিবস উদ্যাপন কমিটি নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল: সকাল ১০টায় কালো পতাকা উত্তালন ও কালো ব্যাজ ধারণ, ১০টা ১০ মিনিট স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৪০ মিনিট রাস্তায় দাঁড়ায় দুই মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন ও গণসঙ্গীত।
উদীচী, সিপিবি, শতদল সাংবাদিক একাডেমি, রবীদ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, প্রত্যাশা সাহিত্য গাষ্ঠীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা এসব কর্মসূচিত অংশগ্রহণ করন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর