শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জেলার নকলা উপজেলা থেকে ভারত থেকে পাচার হওয়া ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববর (৮ ডিসেম্বর) নকলা উপজেলা শহরের হলপট্টি মোড়ে এক অভিযানে নেত্রকোনা থেকে শেরপুরগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়।
এরা হলো- শেরপুর সদর উপজেলার তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে নয়ন (২২) তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে রাসেল (২৪) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নকলা থানায় সোপর্দ করে এজাহার দাখিল করা হয়েছে।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ফয়সাল মাহমুদ জানান, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে মাদকদ্রব্যের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক কারবারিকে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে অবস্থান নিয়ে রাতে একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালাই। এ সময় ২১ কেজি ওজনের গাঁজার ১০ টি প্যাকেট উদ্ধার করা হয়।
সেইসাথে এ গাজা পরিবহন ও কারবারি তিন জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে প্রচার করে এই গাঁজা শেরপুরে বিক্রি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর