
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.এরশাদুল আহমেদের বদলি আদেশ বাতিলের দাবিতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার আন্দোলনকারীরা। তাদের সঙ্গে স্থানীয় জনতাও বিক্ষোভে অংশ গ্রহণ করেছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় কয়েক'শ মানুষ।
গত দুই মাস পূর্বে হালুয়াঘাটে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মো.এরশাদুল আহমেদ। যোগদানের পর তার ন্যায়পরায়ণতা, সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয় হালুয়াঘাটের আপামর জনতা। অল্প দিনেই হালুয়াঘাটবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। ইতোমধ্যেই তিনি হালুয়াঘাটে উন্নয়নমূলক বেশ কিছু কাজ পুরোদমে শুরু করেছেন। এরই মধ্যে তার বিদায়ের ধ্বনি মর্মাহত করেছে সকল শ্রেণি পেশার মানুষকে।
মানববন্ধন ও বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সোমবার হালুয়াঘাট বাজারের দোকানপাট সহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রেখে বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনের কর্মসূচি প্রকাশ করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর