
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা বাজার স্থিতিশীল রাখতে চাই। সয়াবিন তেল নিয়ে কেউ যদি ফায়দা লুটে নেওয়ার জন্য অসদ উপায় অবলম্বন করে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
রবিবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, রাজবাড়ী জেলা যাতে মাদকমুক্ত হয় সেজন্য মাদকের বড় ব্যবসায়ী ও মাদকের রুটকে ধ্বংস করতে হবে এবং বেশি বেশি করে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ক্রেতা ও সেবনকারীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
জেলা প্রশাসক আরো বলেন, সামনে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে কেউ যাতে কোন অপতৎপরতা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমীন ফাতেমার সঞ্চালনায় রাজবাড়ীর পুলিশ সুপার মোসাম্মৎ শামীমা পারভীন, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, সেনাবাহিনীর মেজর শাফিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় জেলার ৫ টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর