
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট থেকে বাদ যাচ্ছেন পাঁচ সদস্য। রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, সিন্ডিকেটে মোট ১৮ জন সদস্য থাকেন। তাদের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত তিনজন সদস্য এর আগেই পরিবর্তন হয়েছে। এবার আরও পাঁচজন সিন্ডিকেট থেকে বাদ যাচ্ছেন। কারণ তারা বিভিন্ন ক্যাটাগরি থেকে এখানে প্রতিনিধিত্ব করছিলেন। বিশ্ববিদ্যালয় 'ল রিভিউ কমিটি' বেশ কিছু বিষয় পর্যালোচনা করে একটি ফলাফল দিয়েছে। ডিন এবং প্রভোস্ট ক্যাটাগরিতে যে দুজন নির্বাচিত হয়েছিলেন তারা বিশ্ববিদ্যালয়ের ডিন এবং প্রভোস্টদের প্রতিনিধিত্ব করেন এবং এই পদগুলো প্রতিনিধিত্বশীল। যেহেতু এখন তারা ডিন এবং প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেছেন তাই সিন্ডিকেটে তাদের এখন প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক— এই চার ক্যাটাগরিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সিন্ডিকেটে শিক্ষকরা নির্বাচিত হয়ে আসেন। যিনি প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে আসছেন তিনি এই মুহূর্তে যদি প্রভাষক না হয়ে থাকেন, তাহলে সে প্রভাষকদের প্রতিনিধিত্ব করছে না। একইভাবে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপকের বেলায় একইভাবে প্রযোজ্য। তাই আইনত তাদেরকে সিন্ডিকেট সভায় আহ্বান না করলেও চলবে। তারা শব্দটি বলেছেন, 'ইন এলিজি বিল টি সিট ইন সিন্ডিকেট'।
বাদ পড়তে যাওয়া পাঁচজন হলেন- সহকারী অধ্যাপক ক্যাটাগরির মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ক্যাটাগরির মিসেস মাহিন মুহিত, সহযোগী অধ্যাপক ক্যাটাগরির আবু মুহাম্মদ আহসান, ডিন ক্যাটাগরির আব্দুস ছামাদ ও প্রভোস্ট ক্যাটাগরির ড. মাসুদুর রহমান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর