
কিশোরগঞ্জের ইটনায় ধানবোঝাই একটি কার্গোজাহাজ ডুবে এখলাছ উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত এখলাছ উদ্দিন তাড়াইল উপজেলার ভেইয়ারকোণা গ্রামের মৃত আলী রহমানের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কিশোরগঞ্জ সদর স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, রবিবার সকাল ৮টার দিকে ইটনা সদরের বৈঠাখালী নদীতে ধানবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে যায়। এতে এখলাছ উদ্দিন নিখোঁজ হন।
পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি মো: রিজভী আহমেদ এবং মো: বিদ্যাসাগর জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে। প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টার পর নদী থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর