টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে পাওয়া সেই আত্মবিশ্বাস টাইগাররা টেনে আনতে পারলো না সাদা বলে। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদি হাসান মিরাজের দল।
সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ হারলেও নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।’
বোলিংয়ে মাঝের ওভারগুলোতে উইকেট না পাওয়াই হারের কারণ হিসেবে মনে করছেন মিরাজ। তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি। উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর