ক্ষমতা হাতছাড়া হওয়ার পর পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। পরিবারসহ তিনি মস্কোয় পৌঁছেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতছাড়া হয়ে গেলে দেশটির ৬১ বছরের বাথ শাসনামলের লজ্জাজনক ইতি হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টি ১৯৬৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। পরে ১৯৭০ সালে হাফেজ আল-আসাদ (বাশার আল-আসাদের বাবা) অভ্যন্তরীণ দলীয় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।
এর এক বছর পর (১৯৭১) প্রেসিডেন্ট হন হাফেজ আল-আসাদ। পরবর্তীতে ২০০০ সালে হাফেজ আল-আসাদের মৃত্যু হলে তার ছেলে বাশার আল-আসাদ বাথ শাসনের দায়িত্ব নেন।
আরব বসন্তের ধারাবাহিকতায় ২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ শুরু হলে শাসকগোষ্ঠী সহিংসভাবে তা দমন করে। এর ফলে সংঘর্ষ ও সহিংসতা গৃহযুদ্ধে রূপ নেয়। সবশেষ গত মাসের শেষদিকে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।
অন্যদিকে ২৭ নভেম্বর থেকে বিদ্রোহীরা আলেপ্পো, ইদলিব এবং হামাসহ গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করতে থাকে। অবশেষে বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে বাশার আল-আসাদের বাহিনী রাজধানী থেকে পিছু হটতে বাধ্য হয়। এভাবে ৬১ বছরের বাথ শাসন এবং ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর