
ট্রান্সপোর্ট ব্যবসা ও কোম্পানির আউটসোর্সিং কর্মী নিয়োগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কর্মীদের ওয়্যার হাউজে ঢুকতে না দেওয়ার ঘটনা ঘটেছে মানিকগঞ্জে। এ সময় ওয়্যারহাউজে কর্মরত শতাধিক নারী-পুরুষ শ্রমিককে কাজে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির ওয়্যার হাউজে এ ঘটনা ঘটে।
জানা যায়, ট্রান্সপোর্ট ব্যবসা, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ ওয়্যার হাউজ পরিচালনার যাবতীয় কাজ আওয়ামী লীগ সরকারের আমল থেকে করে আসছিল জাকির ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। এই প্রতিষ্ঠানটির সাথে জেটি ইন্টারন্যাশনাল সকল যুক্তি বাতিল করে বিএনপিপন্থি প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তির দাবিতে স্থানীয় এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা শ্রমিকদের ওয়্যার হাউজে ঢুকতে বাধা দেয়।
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ওয়্যার হাউজের কর্মীদের সাথে বিএনপিপন্থি নেতাকর্মীদের এ চুক্তি বাতিল প্রসঙ্গটি নিয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত চুক্তি বাতিল না করায় কর্মীদের ওয়্যারহাউজে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে বলে দাবি বিএনপিপন্থি শ্রমিক নেতাদের।
জেটি ইন্টারন্যাশনাল কোম্পানির ওয়্যার হাউজের ফকলিপ ড্রাইভার মো. নুরুজ্জামান বলেন, 'আমাদের শিফটিং ডিউটি। প্রতিদিনের মতো আজ সকাল পৌনে নয় টায় ফ্যাক্টরির সামনে গাড়ি থেকে নেমে অনেক লোকজন দেখতে পাই আমরা ফ্যাক্টরির ভেতরে ঢোকার সময় আমাদের বাধা দেওয়া হয়। আমরা কেউই ফ্যাক্টরির ভেতরে ঢুকতে পারিনি। ঢোকার পর আমাদের প্রতিদিনের হাজিরা নেওয়া হয় এ অনুযায়ী আমরা মাস শেষে বেতন পাই। আমাদের তো কোন দোষ নাই। কোম্পানির লোকজনের সাথেও আমাদের দেখা হয় নাই তারা কোন নির্দেশনাও আমাদের দিল না। কাজ কয়দিন বন্ধ থাকবে তাও জানি না।'
আনোয়ারা বেগম, সানোয়ার মোল্লা, আলতাব বিশ্বাস, সোহেল মিয়া নামের একাধিক অপারেটর বলেন, 'গতকালও আমরা ঠিকমত কাজ করতে পারছি। ফ্যাক্টরি থেকে আমাগো স্যারেরা কিছুই কয় নাই। আজ সকালে ফ্যাক্টরির সামনে থেকে আমাদের লোকজন সরিয়ে দেয়। তাদের সাথে ফ্যাক্টরির কি নিয়ে জানি সমস্যা। আমরা আজকের হাজিরা তুলতে পারি নাই। ফ্যাক্টরি কারো সাথে আমাদের যোগাযোগ হয় নাই কালকে কি আসুম কি আসুক না তাও জানি না।'
ওয়্যার হাউজের স্কেল অপারেটর মো. জাহিদুল ইসলাম বলেন, 'জাকির ট্রেডার্স আমাদের প্রতিষ্ঠানের হয়ে ট্রান্সপোর্ট, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ যাবতীয় প্রতিষ্ঠানের কাজ ওয়ার্ক অর্ডারের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর যাবত করে থাকে। কয়েক মাস হল স্থানীয় বিএনপিপন্থি লোকজন আগের চুক্তি (জাকির ট্রেডার্স) বাতিলের জন্য চাপ দিয়ে আসছিল। এটা সম্পূর্ণ কোম্পানির ম্যানেজমেন্ট আমরা কোম্পানিকে অবগত করেছি তারা এখনো পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত দেয় নি। আজ সকালে শ্রমিকদের ওয়্যার হাউসে ঢুকতে দেওয়া হয়নি। আমরা বিষয়টা হেড অফিসকে অবগত করেছি।'
ওয়্যার হাউজের পিপল এন্ড কালচার অফিসার সোহেল হোসেন বলেন, 'আমরা স্থানীয় বিএনপিপন্থি নেতৃবৃন্দদের সাথে কথা বলছি, বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাবে।'
এদিকে জাকির ট্রেডার্স এর স্বত্বাধিকারী জাকির হোসেন রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এলাকা ছাড়া। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
এ ঘটনার পর পরই সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, 'টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। আমরা দ্রুত এ সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছি।'
জাগীর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরশাদ খান, সাটুরিয়া থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশিদ, সদর থানা শহীদ দিয়া প্রজন্ম পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, জাগীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. বাবুল মোল্লাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর