
নাটোরের সিংড়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা এবং ৫ জন জয়িতাকে পুরস্কার দেয়া হয়। জয়িতা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম।
সিংড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম।
শাকিল/সাএ
সর্বশেষ খবর