
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা হেমনগর ইউনিয়নের হেমনগর বাজারে কালী মন্দিরের সামনে থেকে ভারতীয় মিডিয়া ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সম্প্রদায়িক উসকানি বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেমনগর ইউনিয়নের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে (৯ ডিসেম্বর) সোমবার সকালে হেমনগর বাজার কালী মন্দিরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি হেমনগর কলেজ রোড প্রদক্ষিণ করে বাজার কালী মন্দিরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশ বক্তব্যে বলেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর গুজব ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে ভারতের কিছু মিডিয়া, তার সম্পন্ন ভিত্তিহীন এবং মিথ্যা সংবাদ প্রকাশ করছে এবং সাম্প্রদায়িক উসকানি বক্তব্য দিচ্ছে, আমরা সকল ধর্মের লোকজন মিলে বসবাস করছি।
এ সময় বক্তব্য রাখেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, হেমনগর বিএনপি'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, হেমনগর যুবদলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার, হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গৌড় চন্দ্রপত্র, স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পদ্দার, হেমনগর জমিদারের উত্তরসূরি খোকন চক্রবর্তী ওপেন পাল ও গৌরঙ্গ চন্দ্র পাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম, সহ আরো উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও হিন্দু বিভিন্ন গোত্রের ব্যক্তিবর্গ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর