
ময়মনসিংহের হালুযাঘাট উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদুল আহমেদের বদলির আদেশ বাতিলের দাবীতে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা।
এ সময় দোকানপাট, দূরপাল্লার যানবাহনসহ সকল ধরনের যানবাহন বন্ধ ছিল।
উল্লেখ্য যে, ইউএনও এরশাদুল আহমেদ গত দুই মাস পূর্বে হালুয়াঘাট উপজেলায় যোগদান করেন। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো.মোখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলি করা হয়। যোগদানের পর থেকে স্বল্প সময়ে হালুয়াঘাটে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আইন শৃঙ্খলার উন্নতি করায় তার এই বদলি প্রত্যাহারের দাবী জানান আন্দোলনকারীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর