জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে। “নারী-কন্যা’র সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সরিষাবাড়ী’র আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, খাদ্য কর্মকর্তা বুলবুল আহমেদ, অ্যাকাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া। এছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমীন, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সহ সভাপতি সরকার আবুল হোসেন, সাধারণ সম্পাদক আন্নু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জুবেদা খানম, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী নারী রুমি আক্তার, সফল জননী হিসেবে রেহেনা পারভীন, নির্যাতনে বিভীষিকা পরিস্থিতি সামলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী কুলসুম বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় হেপী কে জয়িতার সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এ সময় এলাকার বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর