• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৯ বিকাল
bd24live style=

নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এলো পিএনওয়াই

ছবি: সংগৃহীত

পিএনওয়াই দেশের আইটি বাজারে মিডরেঞ্জ থেকে হাইরেঞ্জে ৫টি নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে। ডিএলএসএস সমর্থিত এই গ্রাফিক্স কার্ডগুলো ভালোমানের কুলিং দিতে সক্ষম।

পিএনওয়াই আরটিএক্স ৩০৫০ ৬জিবি ভেরটো: ২৩০৪টি কুডা কোরের সাথে ১০৪২ মেগাহার্জ ক্লক স্পিড এই গ্রাফিক্স কার্ডে। ১৪জিবিপিএস মেমোরি স্পিডে ৬জিবি মেমোরি পাওয়া যাবে যা দিয়ে বেসিক লেভেলের গেম অনায়াসে খেলা যাবে। সর্বোচ্চ ৩টি মনিটর সাপোর্ট করবে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে। সেকেন্ড জেন রে ট্রেসিং কোর এবং থার্ড জেন টেন্সর কোর এই কার্ডটির কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। ডুয়াল ফ্যান সমর্থিত এই কার্ডটি এনভিডিয়া জিসিঙ্ক সমর্থন করে। আউটপুট পোর্ট হিসেবে এতে আছে ডিসপ্লে পোর্ট ১.৪এ, এইচডিএমআই ২.১, ডিভিআই-ডিএল।

পিএনওয়াই আরটিএক্স ৪০৬০ টিআই ৮জিবি ভেরটো: ৮ জিবি জিডিডিআর৬এক্স মেমোরি এর সাথে এই কার্ডের ক্লক স্পিড ২৩১০ মেগাহার্জ যাতে কুডা কোর রয়েছে ৪৩৫২টি। ৩ ফ্যানের এই আরজিবি কার্ডটি এফপিএস গেমিং এর ক্ষেত্রে খুবই ফাস্ট পারফরমেন্স প্রদান করে। গেমিং এবং লাইভ স্টিমিং করার জন্যই গ্রাফিক্স কার্ডটি বিশেষ ভাবে প্রস্তুত। আউটপুট হিসেবে এতে আছেঃ ৩টি ডিসপ্লে পোর্ট ১.৪এ ও ১টি এইচডিএমআই ২.১ পোর্ট। এনভিডিয়া অ্যাডা লাভলেস আর্কিটেকচার এর উপরে তৈরি এই কার্ডটি রিয়েলিস্টিক গ্রাফিক্স প্রদান করে যা মিড বাজেট গেমারদের জন্য আদর্শ।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ সুপার ১২জিবি ভেরটো: ৩ ফ্যানের এই জিপিউটি একটি ওভারক্লকিং জিপিউ। এতে রয়েছে ৪জেন টেনসর কোর এবং থার্ড জেন রে ট্রেসিং কোর যা এআই এর ক্ষেত্রে কার্যক্ষমতা বৃদ্ধি করে। ১২জিবি জিডিডিআর৬এক্স মেমোরি, ৭১৬৮টি কুডা কোর এবং ১৯৮০ মেগাহার্জ ক্লক স্পিড রয়েছে এই পিএনওয়াই কার্ডে। লাইভ স্টিমিং, এআই ভয়েস এবং ভিডিও, গেমিং এর ক্ষেত্রে লো লেটেন্সি সুবিধা গুলো কন্টেন্ট ক্রিয়েটর এবং গেমারদের জন্য আদর্শ। ১২০ হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এর সাথে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে ৪টি ডিসপ্লে সমর্থন করে এই আরজিবি কার্ডটি।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ টিআই সুপার ১৬জিবি ভেরটো: স্টিমিং এর ক্ষেত্রে মাল্টি প্রসেসর, ৪জেন টেনসর কোর এবং থার্ডজেন রে ট্রেসিং কোরের সমন্বয়ে এই কার্ডটির ক্লক স্পিড ২৩৪০ মেগাহার্জ। মেমোরি ১৬জিবি জিডিডিআর৬এক্স যার স্পিড ২১ জিবিপিএস। কার্ডটিতে ৮৪৪৮টি কুডা কোর রয়েছে। কার্ডে থাকা ১.৪এ ডিসপ্লে পোর্ট দিয়ে সর্বোচ্চ ৮কে তে ৬০হার্জ এবং ৪কে তে ২৪০হার্জ রেজুলেশন পাওয়া যাবে। ভেলোসিটি নামক ওভারক্লকিং সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স কার্ডটি ওভারক্লক করা যায়। মিনিমাম ৭০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আরটিএক্স ৪০৭০ টিআই সুপার রান করে।

পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার ১৬জিবি ভেরটো: এটি বাংলাদেশে পিএনওয়াই এর সর্বোচ্চ গতির গ্রাফিক্স কার্ড যার ক্লক স্পিড ২২৯৫ মেগাহার্জ এবং কুডা কোর ১০২৪০টি। ১৬ পিনের এই কার্ডে জিডিডিআর৬এক্স ১৬ জিবি মেমোরি রয়েছে। মাইক্রোসফট ডিরেক্টএক্স ১২ আল্টিমেট সাপোর্টিং থাকায় কার্ডটি গেম খেলার ক্ষেত্রে প্রাণবন্ত এক ভিজুয়াল অভিজ্ঞতা দিতে পারে। যারা আর্কিটেকচার কিংবা থ্রিডি মডেলিং নিয়ে কাজ করে তাদের জন্য কার্ডটি সব থেকে হাই পারফরমেন্স দিতে সক্ষম। ওভারক্লকিং করার সময় যাতে পারফরমেন্স ড্রপ না করে সেজন্য ৩ টি ফ্যান রয়েছে। আরজিবি সাপোর্ট সহ সর্বনিম্ন ৭৫০ ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার রান করা যাবে।

৩ বছরের ওয়ারেন্টি সুবিধাসহ পিএনওয়াই আরটিএক্স গ্রাফিক্স কার্ড গুলো পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি - এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com