শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ভারতীয় ৫৬ পিস কম্বলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
সোমবার (৯ ডিসেম্বর) ভোররাত আড়াইটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের কালিস্থান এলাকা থেকে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের টহলরত দল একটি ড্রামট্রাকসহ তাদেরকে আটক করে।
হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় ভোররাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আব্দুস সবুর।
এসময় চেরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেলকে (৩০) আটক করা হয়। একই সাথে কম্বল পরিবহনের কাজে ব্যবহৃত ড্রামট্রাকটিও জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, সোমবার বিকেলে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর