দুর্নীতি প্রতিরোধের জন্য আমাদের পারিবারিক শিক্ষা অতি গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যদি পরিবার থেকে দুর্নীতিমূলক কর্মকাণ্ড দেখতে দেখতে বড় হয় তবে সেই ব্যক্তিও বড় হয়ে দুর্নীতিবাজ হবে, আর যদি ছোট থেকে পারিবারিকভাবে দুর্নীতি প্রতিরোধে শিক্ষা দেয়া হয় তবে সে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুস প্রভা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর দিবসটি পালন করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ইউএনও কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র্যালি সেখান থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহাবুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম এবং অন্যদের মধ্যে ছাত্রী হুমায়রা বিনতে শরীফ প্রমুখ। অনুষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর