
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই মো. মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গৌরীপুর থানায় রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মামলার এজাহারভুক্ত আসামি রহমত উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রাজিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহমত উল্লাহ ওই গ্রামের মহরম আলীর ছেলে।
গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে দুর্বৃত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোহাগ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এদিকে সোহাগ নিহতের ঘটনায় তার বড় ভাই মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ্য ছাড়াও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালিক।
তিনি বলেন, সোহাগ চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রহমত উল্লাহকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (৯ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর