
নাটোরের সিংড়ায় বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকার উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ও বিএনপির কারণ দর্শানোর নোটিশের মাঝেই রবিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
পৌর বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তারা দাবি করেন ডা. ফারজানা রহমান দৃষ্টি তাদের দলের কেউ নয়। তবে মঞ্চে তার উপস্থিতির কারণ দলের মধ্যে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। জনসভায় স্বেচ্ছাসেবকদের নজরে আসা মাত্র তারা তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন বলে দাবি।
জনসভায় সঞ্চালকের দায়িত্বে থাকা সিংড়া শহর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম গতকাল রবিবার বহিষ্কৃত নেতা দাউদার মাহমুদের চেম্বারে বসে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের বিরুদ্ধে বিষোদাগার করার জন্য সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম বুলবুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, শাহাদত হোসেন, বিএনপি নেতা ইব্রাহীম খলিল ফটিক, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এর আগে গতকাল বিকেলে মিডিয়ার সাথে কথা বলেন পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টি। তিনি উপস্থিত স্থানীয় কর্মীদের কথায় মঞ্চে উঠলেও সভা শুরুর পর নেমে যান বলে দাবি করেন তিনি। এদিকে জনসভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অন্য সকল অতিথিরা মঞ্চে বসে থাকার সময় তাদের পিছনের সারিতে এই আলোচিত নারী বসে আছেন এমন ছবি ও ভিডিও ব্যাপক ভাইরাল হয়।
ঘটনার পরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ নোটিশ পাঠান। এরই মাঝে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সম্পাদক দাউদার মাহমুদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত দাউদার মাহমুদ তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ডা. ফারজানা রহমান দৃষ্টি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজী। আর তার কার্যালয় সার্বক্ষণিক খোলা থাকে, সেখানে বসে কে কি বলেছে তার জানা নেই।
সিংড়া শহর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম বলেন, তিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঠিকই কিন্তু মঞ্চে কে উঠবে সেই দায়িত্ব জনসভার সভাপতি আনোয়ারুল ইসলাম আনুর ছিল। তবে দলীয় বিভেদ থাকায় বহিষ্কৃত নেতা দাউদার মাহমুদের কার্যালয়ে তারা কার্যক্রম পরিচালনা করেন বলে জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর