
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনার সাহস থাকলে পালিয়ে না থেকে বাংলাদেশে এসে আইনগতভাবে অভিযোগ মোকাবেলা করা উচিত।
তিনি সোমবার (৯ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স সেন্টারে অনুষ্ঠিত যৌথ সভায় এমরান সালেহ প্রিন্স আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এমন অপরাধ করেছে যে, তারা জনগণের সামনে আসতে ভয় পাচ্ছে। আওয়ামী লীগ কোন মুখে রাজনীতি করবে? তারা তো গণহত্যা, দুর্নীতি,লুটপাট করে গণশত্রুতে পরিণত হয়েছে। সে জন্য তারা দেশের মাটিতে নয়, বিদেশে অপচেষ্টা করছে। তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বিজয় দিবস সমাগত। দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর আয়োজনে এবং একই সাথে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মহান বিজয় দিবস পালিত হবে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের সকল চক্রান্ত নস্যাৎ করে সাম্য ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক আশরাফুল ইসলাম প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর