
সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে নয়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর ছয়টা থেকে ঘন পয়সার কারণে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপনা মো. মহিউদ্দিন।
তিনি বলেন, 'সোমবার মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে করে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার প্রকোপ কমে আসায় বন্ধ থাকার তিন ঘণ্টা পর থেকে ফেরে চলাচল স্বাভাবিক হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৮টি চলাচল শুরু করেছে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর