
নাটোরের নলডাঙ্গায় রাস্তা পারাপারের সময় অটোচার্জার রিকশা ধাক্কায় মোছা. ফাতেমা খাতুন (০৬) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার উপজেলার বাঁশিলা গ্রামের মসজিদ মোড়ে নলডাঙ্গা- শেরকোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন উপজেলার বাঁশিলা ইছলাপাড়া এলাকার মোঃ সেলিম সরদারের মেয়ে।
সে ইছলাপাড়া গ্রামের রিয়াজুল জান্নাত একাডেমি নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর ছাত্রী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ মোনোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে শিশুটি বাড়ি থেকে রিয়াজুল জান্নাত একাডেমি নামে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথে নলডাঙ্গা- শেরকোল সড়কের বাশিলা মসজিদ মোড়ে রাস্তা পারাপারের সময় পাটুল থেকে নলডাঙ্গাগানি একটি অটো চার্জার রিকশা ওই শিশুটিকে ধাক্কা দিলে গুরতর জখম হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি বলেন, অটোরিক্সা ও চালকের সন্ধানসহ আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর