চুয়াডাঙ্গা দর্শনার সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে দর্শনার বারাদী এলাকা থেকে এই স্বর্ণের বার গুলো জব্দ করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি পরিচালক, অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি জানান, চোরাকারবারি কর্তৃক চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন তথ্য আসে বিজিবির কাছে। তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি এর সদস্যরা ও বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অ্যাম্বুশ করে। এই সময় বিজিবির টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে।
এরপর বিজিবি সশস্ত্র টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করতে খাকী রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২টি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে। আর জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর