মানিকগঞ্জে 'বিশ্ব মানবাধিকার দিবস' উপলক্ষ্যে আওয়ামী শাসনামলে গুমের শিকার সকল নাগরিকের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও বিএনপি নেতা কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রদলের আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজীব বক্তব্য রাখেন। এসময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান, সহ দপ্তর সম্পাদক শাহিনুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনের বক্তারা বলেন, 'আওয়ামী শাসনামলে শুধু বিরোধী দলের নেতাকর্মীরাই নন, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না। এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা এবং বিচার-বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ১৬ অথবা ১৭ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে নইলে ছাত্র জনতার যে বিপ্লব তা ভলণ্ডিত হবে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর