নেত্রকোনার পূর্বধলা উপজেলার বর্তমান ইউএনও মো. খবিরুল আহসানকে বদলি বাতিল ও তাঁকে পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন এবং রেলপথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পূর্বধলা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন। কর্মসূচিতে পূর্বধলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন নোমান শাহরিয়ার, এসি ক্লাবের সাবেক সভাপতি আবু শোয়াইব হোসেন, আবদুল মান্নান, রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাজু, নিউ স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান কবির পাপ্পু, জাগরণ ক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম, রওশন আরা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি ফাত্তাহ তালহা, হাটধলা অনির্বাণ ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন মনি, সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি আলামিন, পূর্বধলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক, বাট্টা ব্রাদার্স ক্লাবের সভাপতি শাহরিয়ার আল নোমান খানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বর্তমান ইউএনও মো. খবিরুল আহসান উনি আসার পর থেকে উপজেলা পরিষদের অন্তর্গত নানামুখী কাজ স্বচ্ছভাবে হয়েছে৷ খবিরুল আহসানের অফিসরুমে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে। উনার সময়ে এলাকার খেলাধুলায় এক ধরনের পুনর্জাগরণ হয়েছে। ক্রীড়াসামগ্রী পেয়েছে সবাই, অসংখ্য টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা নিয়েও তরুণদের দুশ্চিন্তায় পড়তে হয় নাই। আর পূর্বধলাবাসীর বিনোদন ব্যবস্থা উন্নত করতে ইউএনও কী কী করছেন তা সবাই দেখছেন। আমরা জানি, তিনি চিরকাল এই উপজেলায় থাকবেন না। কিন্তু সরকারি নিয়মে একটানা সর্বোচ্চ ৩ বছর একই উপজেলায় কর্মরত থাকার সুযোগ পান ইউএনওরা। খবিরুল আহসানের সর্বোচ্চ মেয়াদ পূর্ণ হতে আরও ২ বছর বাকি। জনতার চাওয়া, তিনি মেয়াদ পূর্ণ করুন।
মানববন্ধন শেষে তাৎক্ষণিকভাবে পূর্বধলা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের শেষ মাথায় লাল পতাকা উড়িয়ে রেললাইন অবরোধ করে জনতা। এসময় আটকা পড়ে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন। পরে পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে ইউএনও খবিরুল আহসানের বদলি বাতিল না হলে শীঘ্রই আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন উপস্থিত নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর