
মানিকগঞ্জর ব্রান্ডিং পণ্য হাজারি গুড় উৎপাদনে সম্পৃক্ত গাছিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে হরিরামপুর উপজেলার ঝিটকা শিকদার পাড়া এলাকার পল্লিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্ল।
জেলা প্রশাসক বলেন, 'হাজারি গুড় জেলার একটি ব্যান্ডিং পণ্য। হাজারি গুড়ের মাধ্যমে সারা দেশ আমাদের চেনে। এই শিল্পের প্রসার ঘটাতে হবে। আমাদের উচিত অন্যান্য বৃক্ষ রোপণের পাশাপাশি খেজুর বীজ বপন করা।'
এসময় সরকারিভাবে গাছিদের স্বল্প সুদে ঋণ সহযোগিতা দেওয়ার আশ্বাসও জানান তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবীআহ নুর আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মো. নুর-ই-আলম সোহাগ, হাজারি পরিবারের সদস্য শামীম হাজারি ও শতাধিক গাছি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর