কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ৪২০ বোতল ফেনসিডিল এবং ১টি সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে চাঁনপুর এলাকা থেকে আটক করেছে।
এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি।
বিজিবি জানায়- মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোস্ট এর টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮০/এম হতে ০৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর মসজিদ নামক স্থান হতে ৪২০ বোতল ফেন্সিডিল এবং ১টি সিএনজি সহ ০১ (এক) জন মাদক চোরাকারবারিকে আটক করে।
আটককৃত সিএনজি এবং মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ৬,৬৮,০০০/- (ছয় লক্ষ আটষট্টি হাজার) টাকা বলে ধারণা করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর