গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার লতিফপুর সংস্থার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থার সভাপতি মোঃ শাজাহান মিয়া,অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন হান্নান।
অতিথি উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি,দলিল লেখন সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও শাহীন স্কুল- কালিয়াকৈর শাখার পরিচালক মোঃ মনিরুজ্জামানসহ মানবাধিকার সংস্থার কর্মীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর