সারাদেশে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকদের মুক্তির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মানিকছড়ি সরকারি কলেজের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদল আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রহিম ও বাটনাতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলেন, দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ বহু নেতাকর্মীদের গুম-খুন ও নির্যাতন করেছে। বহু মায়ের বুক খালি করেছে। তারা এ দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তবে তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তাদের সকল ষড়যন্ত্র এ দেশের ছাত্র-জনতা প্রতিহত করবে। এসময় নির্মম নির্যাতনের সাথে জড়িত আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর