ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা আর দেশের মানুষের ক্রয়ক্ষমতা ও সহজলভ্যতা বিবেচনায় দেশব্যাপী যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলসের ব্যবসায়ী পার্টনার সম্প্রসারণের অংশ হিসাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার সায়েদাবাদে শুভ উদ্বোধন করা হলো যমুনা ইলেক্ট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুম সরদার ইলেকট্রনিক্স। নানাবিধ কার্যক্রম আর লোভনীয় সব কনজু্মার অফারে পরিপূর্ণ ছিল উদ্বোধনী অনুষ্ঠান।
সরদার ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী সরদার ফিরাদ হোসাইন- এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অফ ডিজিটাল মার্কেটিং রুহুল কে. সাগর, সেলস ডিজিএম মো. আলাউদ্দিন হোসেন, ঢাকা অঞ্চলের জোনাল ম্যানেজারসহ গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে জানানো হয়, দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে যমুনা গ্রুপ সদা নিবেদিত। কোটি কোটি মানুষের আস্থায় ধন্য যমুনা ইলেকট্রনিক্সের সকল পণ্য। যমুনার সাথে ব্যাবসায়ী অংশীদারিত্ব মানে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি, ভবিষ্যৎ নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি। ব্যাবসায়ি মহলে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা পেতে আমরা আছি আপনার পাশে।
এই শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি ও সকল হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবে। শুধু তাই নয়, গ্রাহকদের জীবনকে সহজ, সাবলীল ও নিষ্কণ্টক রাখতে বিক্রয় পরবর্তী সার্ভিসও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০% নগদ মূল্য ছাড় রয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর