
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশের সৌন্দর্য বর্ধন, আদর্শ ক্যাম্পাস গঠন, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে কীভাবে সাজাতে চায় ও ক্যাম্পাসের উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে ‘কেমন ক্যাম্পাস চাই শীর্ষক প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা’ আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। দুইদিন ব্যাপী এই প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ টি দল অংশগ্রহণ করে। বিজয়ীদের আগামী ১৬ ডিসেম্বর পুরস্কার দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমরা যবিপ্রবিকে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের একটি আদর্শ ক্যাম্পাস উপহার দিতে চাই যেখানে তারা নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কীভাবে এই বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায়। আমি আশা করি শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নতুন পরিকল্পনা পাবো যা বিশ্ববিদ্যালয়কে দেশের মধ্যে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করবে। পড়াশোনার মান বৃদ্ধি, গবেষণার মান বৃদ্ধি, গবেষণাগার উন্নতকরণ, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা উন্নতকরণ, খাবারের মান বাড়ানো, ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ক্যারিয়ার কীভাবে সমৃদ্ধ করা যায় আমরা সেই সকল পরিকল্পনা করছি। আশা করছি এই প্রেজেন্টেশন প্রতিযোগিতা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবে।
প্রজেক্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন যবিপ্রবির ডীনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মো.এইচ এম জাকির হোসেন, ল্যাবরেটরি উন্নয়নের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. নাজমুস সাকিব, সহকারী পরিচালক কুতুব উদ্দিন চিশতী।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর