নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেন, পিওর বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞান জটিল হলেও সবচেয়ে সম্ভাবনাময় সাবজেক্ট। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য রয়েছে যথেষ্ট সুযোগ। তার জন্য অবশ্যই আমাদের স্বপ্নগুলো বড় করতে হবে। পরিশ্রম করতে হবে স্বপ্নগুলোকে ছোঁয়ার জন্য। আমাদেরকে শুধুমাত্র জ্ঞানার্জন করলে হবে না যোগ্যতাও অর্জন করা জরুরি। যোগ্য হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি আমাদেরকে ধৈর্যশীল, বাস্তববাদী, মানবিক মানুষ হতে হবে এবং শিক্ষকদেরকে সম্মান করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণাতে দেশসেরা। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সেজন্য আমাদেরকে আরো গবেষণামুখী হতে হবে। যার ধারাবাহিকতায় রিসার্চ সেলের মাধ্যমে এ বছর ৯৬ টি প্রজেক্টের ফান্ডিং দেওয়া হয়েছে। আমি চাই প্রতিটি শিক্ষার্থী কমপক্ষে একটি করে গবেষণাপত্র নিয়ে এ বিশ্ববিদ্যালয় থেকে বের হবে। পাশাপাশি প্রতিটি বিভাগের সর্বনিম্ন একটি করে গবেষণা ল্যাব করা হবে। আগামী বছরের জুনের মধ্যে এক হাজার কম্পিউটার সংবলিত একটি ল্যাব উদ্বোধন করা হবে।
এরপর নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভাগটির ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া সপ্তাহে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো: মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো: আমজাদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলী, বিভাগটির সহকারী অধ্যাপক ড. মো: আলমগীর বাদশা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির, মো: ওহিদুজ্জামান, প্রভাষক মো: বোরহানুল আসফিয়া, শাহাদাত জামান, দেবাশীষ রায়, মো: তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল রোমান প্রমুখ।
ফিজিক্স ক্লাবের ভিপি মো.নাঈম, জিএস রুবেল সরকার, এজিএস নেহাল সিদ্দিকী, বিভাগটির কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষার্থী তানজিদ মাহমুদ মাহিন ও আফিয়া আবিদা মেহনাজ। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর