
বগুড়া-৬ ও বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আকাশে বিশাল কালো মেঘ, আজকে শান্তি ও সম্প্রীতি সমাবেশ, কেন শান্তি সমাবেশ করতে হচ্ছে? কারণ ফ্যাসিস্ট হাসিনা ও মোদি মিলে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু আমাদের দেশ সাম্প্রদায়িক সম্পর্কের ভূস্বর্গ। আজকের এই শান্তি ও সম্প্রীতি সমাবেশ থেকে বলতে চাই, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলে মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, কোন ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবেনা। ফ্যাসিস্ট হাসিনা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টায় শেরপুর পৌর শহরের স্যান্যালপাড়া টাউন বারোয়ারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর আলহাজ মাওঃ দবিবুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বরেন্দ্র চন্দ্র সান্যাল, আদিবাসি ফোরামের কেন্দ্রীয় নেতা শ্রীকান্ত মাহাতো, জগন্নাথ মন্দির কমিটির সহ-সভাপতি প্রকাশ সরকার, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর শহরের সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী শুভ, হিন্দু মহাজোট শেরপুর উপজেলার সদস্য সচিব নিখিল সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদল আহ্বায়ক শাহাবুল করিম, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
শাকিল/সাএ
সর্বশেষ খবর