নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রির জন্য মজুদ রাখার দায়ে ২ ফার্মেসির ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে বিভিন্ন ঔষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস।
এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রির জন্য মজুদ রাখার, ট্রায়ালকৃত স্যাম্পল ঔষধ বিক্রির দায়ে বড়ভিটা বাজারের মেসার্স মাহমুদ মেডিকেল হলের ২০ হাজার টাকা ও জাহিদ মেডিকেল স্টোরের ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন- স্বাস্থ্য সচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঠিক রাখার জন্যও নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর