টাঙ্গাইলের সখীপুরে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ ৩১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ছাত্রদলের আহত নেতা নাঈম বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
তিনি বলেন, মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ৩১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে পৌরসভার তালতলা চত্বরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বক্তব্যের নিন্দা জানিয়ে এক প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরাও একটি প্রতিবাদ সমাবেশ করতে মিছিল নিয়ে পৌরসভার তালতলা চত্বরে প্রবেশ করছিল। এ সময় সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উপজেলা ছাত্রদলের নেতা নাঈম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এতে করে কৃষক শ্রমিক জনতা লীগের মিছিল পণ্ড হয়ে যায়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর