যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির নবীন বরণ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠানটি শুরু হয়।
ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জোবায়ের হোসেনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, চকলেট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পূর্বে অনুষ্ঠিত সিরাত পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমি মনে করি ইসলামিক কালচারাল সোসাইটি ইসলামিক জ্ঞানচর্চার একটি অন্যতম প্লাটফর্ম হবে। আমার শিক্ষার্থীদের বলবো এমন প্লাটফর্মের সাথে যুক্ত থাকতে। মানুষ সৃষ্টির সেরা জীব তাদের জন্য জ্ঞান অর্জন আবশ্যক। এতে করে আমরা ভালো - মন্দ, ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারব। এক্ষেত্রে ইসলামিক কালচারাল সোসাইটির কাজ প্রশংসনীয়। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে ধর্মীয় জ্ঞানার্জন বাড়াতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, প্রক্টর ইঞ্জি.... ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশারফ হোসেন, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ইসলামিক কালচারাল সোসাইটির সীরাত পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে আজ পুরস্কার বিতরণ করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর