গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) SAVE Youth Bangladesh-BSMRSTU Chapter কর্তৃক যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল "প্রত্যেকেরই জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে।"
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানবাধিকার বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় মানবাধিকার রক্ষায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সামিরা বলেন, প্রতিটি মানুষ জন্মগতভাবে কিছু অধিকার পায় যা হলো মানবাধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব আর্থ-সামাজিক পটভূমি নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য সেই অধিকারগুলি নিশ্চিত করা। কিন্তু আমরা আমাদের অধিকার সম্পর্কে অবগত নই, তাই প্রত্যেক ব্যক্তিকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে যাতে তারা সেই অধিকারগুলি নিশ্চিত করতে পারে।
সেইভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টার মডারেটর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বলেন, সেইভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। মানুষের সহজাত, অহস্তান্তরযোগ্য ও অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার যা সর্বজনের জন্য প্রযোজ্য। মানবাধিকার যেমন ব্যক্তির সর্বজনীন অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তেমনি অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ ও মর্যাদাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেয়। তাই মানবাধিকারের সাথে অধিকার, স্বাধীনতা, সাম্য, মানবসত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীলতা ওতপ্রোতভাবে জড়িত। মানবাধিকার সুরক্ষা একদিকে যেমন মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, অন্যদিকে এটি মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকারের নিশ্চয়তা প্রদান করে এবং মানব সত্তার অমিত সম্ভাবনা বিকাশে অনুঘটক হিসেবে কাজ করে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রত্যাশা ও দীক্ষা হোক সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বৈষম্যহীন, মেধাভিত্তিক একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ বাংলাদেশ।'
সেইভ বশেমুরবিপ্রবি চ্যাপ্টার মডারেটর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন বলেন, প্রত্যেককে নিজ জায়গা থেকে তার মানবাধিকার গুলো নিশ্চিত করার জন্য সচেতন হতে হবে। সবার লক্ষ্য রাখতে হবে যাতে আমরা অন্য কারো অধিকার লঙ্ঘন না করি। তাছাড়াও নিজের বা অন্য কারো সাথে যদি অন্যায় হয় তবে তার প্রতিবাদ করতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর