
ঘন কুয়াশার কারণে দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রাত সাড়ে বারোটা থেকে ঝুকিয়ে এড়াতে উভয় নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ম্যানেজার আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তীব্র কুয়াশায় দুই নৌ রুটের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় রাত সাড়ে ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পাড় করা হচ্ছে।
উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ছোট-বড় ১৭টি ফেরি ও আরিচা-কাজিরহাট নৌপথে ৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর