কুষ্টিয়ার থেকে থেকে চিলাহাটি ঘুরতে এসে কুয়াশায় পথ ভুলে ভারতে প্রবেশ করায় এক বাংলাদেশিকে গেপ্তার করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হয়।
জানা গেছে, কাটা তারের বেড়া না থাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে এক বাংলাদেশিকে আটক করে হলদিবাড়ি থানায় সোপর্দ করে সীমান্ত গ্রামের জনগণ। গতকাল রোববার ভারতের কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভাওলাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ওই ব্যক্তি হলেন, মোহাম্মদ হোসেন (৫৬)। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা এবং ঢাকায় তিনি সেলনু কর্মী হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, রোববার সকালে ভারতের সীমান্ত গ্রাম ভাওলাগঞ্জের মোড়ে এক ব্যক্তি চায়ের দোকানে চা খাবার পর বাংলাদেশি ১০০ টাকার একটি নোট দোকানদারকে দেন চায়ের মূল্য মেটাতে, টাকা দেখেই সন্দেহ জাগে স্থানীয় চা বিক্রেতার, এরপর খবর দেয়া হয় হলদিবাড়ি থানায়। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারেন ওই ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালি থানার অন্তর্গত শিউলিয়া গ্ৰামে। সে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।
তার কাছে বাংলাদেশি ৬০০ টাকা এবং এক্সপ্রেস ট্রেনের ৭ নভেম্বরের একটি টিকিট পাওয়া গেছে। হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই জানান, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর