বগুড়ার ধুনটে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য বুলটন খন্দকার (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাকদহ গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বুলটন খন্দকার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য ও শাকদহ গ্রামের মৃত আল মাহমুদের ছেলে। বুধবার সকালে থানা থেকে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাকদহ গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বুলটন খন্দকারকে ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে পুলিশ।
পরে থানায় এনে এসআই মোস্তাফিজ আলম বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মামলা দায়েরের পর বুধবার সকালে ওই ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর