নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে শাফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু শাফি ওই এলাকার পিন্টু আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু শাফি বাড়িতেই খেলছিল তবে সকলের অজান্তে সে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর