বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বরগুনা জেলা শাখার উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) সকা়লে একটি রেলী বের করে শহর প্রদক্ষিন করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। রেলী শেষে বিএনপি কার্যালয়ে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা কৃষক দলের সভাপতি মো. মানসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কৃষক দলের সাধারণ সম্পাদক রেজভী আহমদ, বরগুনা জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এ জেড এম সালে ফারুক।
এজেড এম সালেহ ফারুক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি গণমানুষের দল মুক্তিযোদ্ধার দল সাধারণ মানুষের দল অন্যায় ও স্বৈরাচারের কাছে কখনো মাথা নত করেনি।
জাতীয়তাবাদী কৃষক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এই সংগঠন আগামী দিনে সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে যাবে বলে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি জয়যুক্ত করে নেতৃত্ব দিবেন।
আরো বক্তব্য রাখেন ছএদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল, তাতীদলসহ্ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বরগুনা জেলার দশটি ইউনিট নিয়ে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর