তাপমাত্রা কমার কারণে বাড়ছে শীতের তীব্রতা। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় আগামী ২৪ ঘণ্টায় সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম রয়েছে।
তীব্র শীতের কারণে বিপাকে পড়ছে কৃষক, শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে।
উপজেলার বন্দবেড় ইউনিয়নের গাড়ি চালক আমিনুল ইসলাম বলেন, কয়েকদিনের ঠান্ডা গাড়ি চালতে পারি না মনে হয় হাত পা বরফ হয়ে যায়। গাড়ি চালিয়ে আমার সংসার চালাই। সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামেরর মজিবর বলেন, আমি বীজ তলা তৈরির কাজ করছি। পানিতে হাত দেয়া যায় না, তার পরও কাজ করতে হয়। সংসার তো চালাতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন বলেন, এ বছর শীতের জন্য বরাদ্দ হিসাবে ২শত কম্বল এবং ৩লক্ষ টাকা পেয়েছি, দ্রুত তালিকা করে বিতরণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর