
নেত্রকোনায় জেলার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানি বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সেনা কর্মকর্তা মেজর নাজমুশ সাকিব, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান,জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর।নেত্রকোনা জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দিলওয়ার খান।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ অন্যান্য সুধীজন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর