গ্রাম পুলিশের কাজের তদারকি, নিয়মিত হাজিরা ও প্যারেড শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী হক গ্রাম পুলিশদের বিফ্রিং করেন।
বিফ্রিংয়ে তিনি গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, আপনারা সামাজিক অবক্ষয় রোধে অগ্রণী ভূমিকা রাখছেন। সামাজিক যে সকল ব্যাধি আছে তা ধ্বংস করতে আপনাদের আরও জোরালো ভাবে কাজ করতে হবে। আপনারা জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য সংগ্রহ করে পরিষদে তথ্য দেন।
তিনি আরো বলেন, এরকম আপনারা প্রতিটি গ্রাম থেকে মদ, জুয়া, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি রোধসহ সামাজিক ব্যাধি নিয়মিত কাজ করছেন। সামাজিক অবক্ষয়গুলো উপরে ফেলে দিতে আরও জোরালোভাবে কাজ করতে হবে, তাহলে কিশোরগঞ্জ হবে সামাজিক অবক্ষয় মুক্ত উপজেলা। আপনারা হবেন সামাজিক অবক্ষয় রোধের অগ্রসৈনিক। আপনাদের হাত ধরে কিশোরগঞ্জ উপজেলা সামাজিক ব্যাধিমুক্ত উপজেলায় পরিণত হবে সে প্রত্যাশা আমার।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের কাজের তদারকি, নিয়মিত হাজিরা ও প্যারেড অনুষ্ঠিত হয়। উপজেলার ৯ টি ইউনিয়নের গ্রাম পুলিশগণ এতে অংশ নেয়। হাজিরা ও প্যারেড শেষে উপজেলা নির্বাহী অফিসার এসকল কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী আইয়ুব আলী জানান, গ্রাম পুলিশরা এলাকায় আছে কিনা এবং এলাকায় সঠিকভাবে কাজ করছে কিনা তা তদারকি নিয়মিত করা হয়। এছাড়া গ্রাম পুলিশদের নিয়মিত হাজিরা ও প্যারেড করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, গ্রাম পুলিশদের নিয়মিত হাজিরা ও প্যারেডিংয়ে সামাজিক অবক্ষয় রোধে কাজ করার নির্দেশ দেয়া হয়। গ্রাম পুলিশরা গ্রামে নিয়মিত কাজ করছে। তাদের হাত ধরে কিশোরগঞ্জ উপজেলা সামাজিক অবক্ষয়মুক্ত উপজেলায় পরিণত হবে বলে আশা করছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর