হামলা ও ভাঙচুর মামলায় হাবিব দেওয়ান হাবলুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের পূর্ব দাশারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত হাবিব দেওয়ান হাবলু মানিকগঞ্জ সদর উপজেলার দাশরা গ্রামের হেলাল ডাক্তারের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধে মো. লিটন (৪০) নামের এক মুদি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা চালায় হাবলু গং। এবং তার স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়। এ ঘটনায় আহতের স্ত্রী নাজমিন আক্তার মামলা করলে হাবিব দেওয়ান হাবলুকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহারা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে হাবিব দেওনের (হাবলু) সাথে লিটনের দ্বন্দ্ব চলে আসছিল। চলতি মাসের ৭ তারিখে একই ঘটনার জেরে হাবিব তার লোকজন নিয়ে এসে স্থাপনা থেকে সরে যেতে বলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর এক পর্যায়ে তার (হাবলু) লোকজন স্থাপনাটি ভাঙতে শুরু করে। লিটন এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে গুরুতর আঘাত করা হয়।
তাকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদেরও বেধরক মারধর করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ততক্ষণে স্থাপনাটি ভেঙ্গে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মামলার বাদী নাজমিন আক্তার বলেন, অন্যায়ভাবে হাবলু (হাবিব দেওয়ান) আমার জমি দখলে নেওয়ার জন্য ভাঙচুর এবং আমার স্বামীকে মারধর করেছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে আমি তার সুষ্ঠু বিচার চাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, ভাঙচুর ও হামলার ঘটনা আহতের স্ত্রী মামলা করে। এ মামলায় আজ সন্ধ্যায় হাবিব দেওয়ানকে তার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর