সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাতপুর এলাকা থেকে থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের ফুলতলায় মনির হোসেনের বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে ৬০ রাউন্ড গুলি ও একটি শুটার গানটি উদ্ধার করে পুলিশ।
শ্যামনগর থানা সূত্রে জানা যায়, অস্ত্র ও গোলাবারুদ আছে এমন সংবাদের ভিত্তিতে হায়বাতপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মামলার আলামতের একটি শুটার গান ও ৬০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা নিশ্চিত করে বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে লুট হওয়া অনেক অস্ত্র ও গোলাবারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেখানে থাকা সরকারি ও বেসরকারি অনেক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। লুট সেই অস্ত্র ও গোলাবারুদ এখন উদ্ধার হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর