ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক কে বুধবার (১১ ডিসেম্বর) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাকিল আহমেদ।
তিনি জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের এসএসসি ফরম পূরণ সহ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সে জন্য তাকে সাময়িক বরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিজ্ঞ আদালত এর আদেশে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক যখন জামিন পাবেন, বিভাগীয় বিধি-নিষেধ না থাকলে তিনি স্বপদে পুনরায় বহাল হবেন।
জানা যায়, বিস্ফোরক আইনে করা মামলায় উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক কে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, গ্রেফতারের পর শফিকুল ইসলাম শফিককে শুক্রবার (১৫ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জেল হাজতে রয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর