ফরিদপুরে তাহিয়া (৭) নামে এক শিশুর বস্তাভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নসিপুর গ্রামে হায়দার মোল্যা নামে এক ব্যক্তির ঘর থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার জিয়া মোল্যার কন্যা তাহিয়া (৭) নামের এই শিশু নিখোঁজ হলে মাইকিংসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করে তাহিয়ার পরিবার।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে পুলিশ সরেজমিনে তদন্তে গেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হায়দার মোল্লার ঘর তল্লাশি করে বারান্দায় রাখা বস্তার ভেতর থেকে লাশ উদ্ধার করে এবং হায়দার মোল্যাকে আটক করে পুলিশ। এ সময় শিশুটির গলায় বিদ্যুতের তার পেঁচানো ছিল।
এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই বাড়িতে জড়ো হয়। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে উত্তেজিত জনতার গণপিটুনিতে হায়দার মোল্যার মৃত্যু হয়।
এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিডি২৪লাইভকে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও হায়দার মোল্যার পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিঁনি বলেন, হায়দার মোল্যা চিরকুমার তার পরিবার নেই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর